মেহেরপুরের গাংনীতে সন্ত্রাসী হামলায় গৃহবধূ নিহত, আহত স্বামী
মেহেরপুরের গাংনী উপজেলার পূর্বমালসাদহ গ্রামে সন্ত্রাসী হামলায় চম্পা খাতুন (২২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চম্পার স্বামী জুয়েল রানা (২৪)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে জুয়েল রানার নিজ বাড়ির পাশে এ হামলার ঘটনা ঘটে। জুয়েল রানা একজন শ্রমিক। হতাহত দম্পত্তির এক বছরের ছেলে সন্তান রয়েছে।
জুয়ের রানার বাবা ছমির উদ্দীন জানান, গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে জুয়েল রানা ঘরের বাইরে টয়লেটে গেলে সন্ত্রাসীরা তাঁর ওপর হামলায় চালিয়ে মারধর ও মাথায় কোপ দেয়। স্ত্রী চম্পা খাতুন ঠেকাতে গেলে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, সন্ত্রাসী হামলায় হত্যাকাণ্ডের বিষয়টি রাত থেকেই তদন্ত করছে পুলিশ। আহত স্বামী জুয়েল রানাকে গাংনী হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।