মেহেরপুরে অস্ত্র-গুলি ও গানপাউডারসহ সন্ত্রাসী গ্রেপ্তার
মেহেরপুরের গাংনী উপজেলায় অস্ত্র, গুলি ও গান পাউডারসহ আব্দুর রহমান (৪২) নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে উপজেলার হিন্দা মাঠপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুর রহমান গাংনী উপজেলার রংমহল গ্রামের বাসিন্দা।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, আব্দুর রহমান অস্ত্র, গুলি ও গানপাউডার নিয়ে হিন্দা মাঠপাড়া এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও ৪০০ গ্রাম গানপাউডার জব্দ করা হয়।
আব্দুর রহমানের বিরুদ্ধে গাংনীসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলার পর আদালতে পাঠানো হবে।