মেহেরপুরে ইয়াবাসহ কারারক্ষী আটক
মেহেরপুর সদর উপজেলায় আবদুল আলিম বিশ্বাস নামের এক কারারক্ষীকে ৬৫টি ইয়াবাসহ আটক করা হয়েছে। আটক আবদুল আলিম মেহেরপুর জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালিয়ে উপজেলার খন্দকারপাড়ার একটি ভাড়া বাসা থেকে আবদুল আলিমকে আটক করা হয়। মেহেরপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) অজয় কুমার কুন্ডু, সহকারী উপপরিদর্শক (এএসআই) জসিম, মাহাতাবসহ ডিবি পুলিশের কয়কজন সদস্য।
ওসি জুলফিকার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর খন্দকারপাড়ায় ইয়াসিন আলীর মালিকানাধীন একটি বাড়ি থেকে ৬৫টি ইয়াবাসহ আবদুল আলিম বিশ্বাস নামের এক কারারক্ষীকে আটক করা হয়েছে। আবদুল আলিম ওই বাড়িতে ভাড়া থাকেন।
জুলফিকার আলী আরো জানান, আবদুল আলিম এর আগেও নড়াইলে কারারক্ষীর দায়িত্ব পালন করার সময় দায়িত্বে অবহেলার কারণে সাত মাস সাসপেন্ডেড ছিলেন।