মেহেরপুরে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
মেহেরপুরের গাংনী উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জয়নাল আবেদীন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার বামুন্দী পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়িতে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে মৃত্যু হয় তাঁর।
জয়নাল আবেদীন বামুন্দী পশ্চিমপাড়ার খোদা বক্সের ছেলে।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রিয়াজুল আলম জানান, জয়নাল আবেদীনের শরীরে করোনার উপসর্গ থাকায় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফল হাতে পাওয়ার পর করোনায় মৃত্যু হয়েছে কি না, তা জানা যাবে।
স্থানীয়রা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত ছিলেন জয়নাল আবেদীন।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম শাহনেওয়াজ বলেন, ‘মৃত্যুর বিষয়টি জানা নেই। তবে করোনার উপসর্গ নিয়ে মারা গেলে ইসলামিক ফাউন্ডেশনের সদস্যরা দাফনের ব্যবস্থা করবেন।’