মেহেরপুরে করোনায় আরো একজনের মৃত্যু
মেহেরপুরে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মুহিত আলী (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মুহিত আলী মেহেরপুর শহরের নতুনপাড়ার বাসিন্দা।
মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন জানান, মুহিত আলী চার দিন ধরে মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। গতকাল শুক্রবার রাতে তাঁর নমুনা পরীক্ষার ফল করোনা পজিটিভ আসে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি বিধি অনুযায়ী মুহিত আলীকে দাফন করা হবে।
মেহেরপুর জেলায় এ পর্যন্ত এক হাজার ৫১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছে ১৫ জন। মারা গেছে চারজন।