মেহেরপুরে জেলা পরিষদের চেয়ারম্যানসহ ৫ জনের করোনা শনাক্ত
মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুলসহ জেলায় আরো পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাওয়া ১৭টি নমুনা পরীক্ষার ফলাফলে ওই পাঁচজনের করোনা ধরা পড়ে।
করোনা শনাক্ত হওয়া অন্যরা হলেন গোলাম রসুলের পরিবারের সদস্য আকাশ, সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের বাশার, বামনপাড়ার ইউসুফ ও ফুলবাগান পাড়ার সহিদা খাতুন।
মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, এ পর্যন্ত মোট পাওয়া করোনা পরীক্ষার রিপোর্টের সংখ্যা দুই হাজার ১৭১টি। এ নিয়ে জেলায় ১২৫ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে ৭৬ জন সুস্থ হয়েছেন। এ ছাড়া মৃত্যু হয়েছে ছয়জনের।