মেহেরপুরে ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে সুবল চন্দ্র (৬০) নামের এক সার ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সুবল চন্দ্র মহাজনপুর গ্রামের বুদু কুরির ছেলে। পেশায় তিনি সার ও বীজ ব্যবসায়ী ছিলেন। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহাজনপুর বাজারে সুবল চন্দ্রের তিনতলাবিশিষ্ট বাড়ির নিচতলায় সারের গুদাম ও দোকান। দ্বিতীয় ও তৃতীয় তলায় তাঁরা বসবাস করতেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাঁর স্ত্রী নিচে নেমে দেখেন, স্বামীর বুকে ও মুখের ওপর দুই বস্তা সার ও পায়ের নিচে গ্যাসের একটি সিলিন্ডার দিয়ে চাপা দেওয়া।
এ সময় তাঁর হাত ও পা বাঁধা ছিল। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সুবল চন্দ্রকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
ওসি আরো জানান, নিহত সুবল এলাকার সবচেয়ে বড় সার ও বীজ ব্যবসায়ী ছিলেন। হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। এখন পর্যন্ত হত্যার সঠিক কারণ জানা যায়নি।