মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
মেহেরপুর সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ (৭৫) পথচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতাল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম-পরিচয় জানা যায়নি।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, আজ সকাল ১০টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতাল সড়কে এক বৃদ্ধকে ধাক্কা দেয় একটি দ্রুতগতির মোটরসাইকেল। এ সময় রাস্তার ওপর ছিটকে পড়েন ওই বৃদ্ধ। পরে স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি শাহ দারা খান আরো জানান, এ ঘটনায় মোটরসাইকেলসহ চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ছাড়া বৃদ্ধের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় পাওয়া গেলে স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।