মোরেলগঞ্জ-শরণখোলায় ১৬ ইউপিতে আ.লীগ, দুটিতে স্বতন্ত্র জয়ী
বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলায় ১৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৬টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে জয়লাভ করেছেন। বাকি দুটিতে জিতেছে স্বতন্ত্র প্রার্থী।
এর মধ্যে মোরেলগঞ্জের ১৪টি ইউনিয়নের মধ্যে ১২টিতে আওয়ামী লীগ প্রার্থী এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। আর শরণখোলার চারটিতেই আওয়ামী লীগ প্রার্থীরা জয় পেয়েছেন।
এর মধ্যে মোরেলগঞ্জের ১ নম্বর তেলিগাতী ইউপিতে মোর্শেদা আক্তার (আ.লীগ), ২ নম্বর পঞ্চকরণ ইউপিতে আব্দুর রাজ্জাক মজুমদার (আ.লীগ), ৩ নম্বর পুটিখালী ইউপিতে আব্দুর রাজ্জাক শেখ (আ.লীগ), ৪ নম্বর দৈবজ্ঞহাটী ইউপিতে শামসু মল্লিক (আ.লীগ), ৫ নম্বর রামচন্দ্রপুর ইউপিতে আব্দুল আলীম (আ.লীগ), ৬ নম্বর চিংড়াখালী ইউপিতে আলী আক্কাস বুলু (আ.লীগ), ৭ নম্বর হোগলাপাশা ইউপিতে শহীদুল ইসলাম (স্বতন্ত্র), ৮ নম্বর বনগ্রাম ইউপিতে রিপন দাস (আ.লীগ), ৯ নম্বর বলইবুনিয়া ইউপিতে শাহ জাহান আলী খান (আ.লীগ), ১০ নম্বর হোগলাবুনিয়া ইউপিতে আকরামুজ্জামান (আ.লীগ), ১১ নম্বর বহরবুনিয়া ইউপিতে রিপন তালুকদার (আ.লীগ), ১২ নম্বর জিউধরা ইউপিতে জাহাঙ্গীর আলম বাদশা (আ.লীগ), ১৪ নম্বর বারইখালী ইউপিতে আউয়াল খান মহারাজ (স্বতন্ত্র) এবং ১৫ নম্বর মোরেলগঞ্জ ইউপিতে হুমায়ুন কবির মোল্লা (আ.লীগ)।
এ ছাড়া সীমানা নির্ধারণী মামলার কারণে উপজেলার ১৩ নম্বর নিশানবাড়িয়া ইউপি এবং ১৬ নম্বর খাউলিয়া ইউপিতে চেয়ানম্যান প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে।
অপরদিকে শরণখোলা উপজেলার ১ নম্বর ধাসাগর ইউপিতে টিপু (আ.লীগ), ২ নম্বর খোন্তাকাটা ইউপিতে মহিউদ্দিন খান (আ.লীগ), ৩ নম্বর রায়েন্দা ইউপিতে আজমল হোসেন মুক্তা (আ.লীগ) এবং ৪ নম্বর সাউথখালী ইউপিতে মোজাম্মেল হোসেন (আ.লীগ)।