মৌলভীবাজারে করোনা-উপসর্গে ৩ জনের মৃত্যু, শনাক্ত ৯১
মৌলভীবাজার জেলায় করোনায় দুজন এবং উপসর্গ নিয়ে একজনসহ তিনজনের মৃত্যু হয়েছে। এদিকে নতুন করে ৯১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
করোনায় মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে মৃত্যুবরণ করেছেন দুজন। এরা হলেন, রাজনগর উপজেলার সাকেরা চা বাগান এলাকার মিনতি দেব (৬০) এবং কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের দক্ষিণভাগ এলাকার জয়নাল মিয়া (৪৩)।
এদিকে করোনা উপসর্গ নিয়ে ভোর ৫টায় শ্রীমঙ্গলের সিরাজনগর গ্রামের আলেয়া খাতুন (৩৫) নামে একজন মৃত্যুবরণ করেন।
গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা পজেটিভ শনাক্ত হয়েছে আরও ৯১ জনের। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ১৯৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠালে ৯১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ৪৫ দশমিক ৭৩ শতাংশ।
আজ সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নতুন শনাক্ত ৯১ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের নয়জন, জুড়ীর পাঁচজন, শ্রীমঙ্গলের ১৮ জন, কমলগঞ্জের সাতজন, বড়লেখার ২৮ জন, কুলাউড়ার ২০ জন, রাজনগরের চারজন। এ নিয়ে জেলায় মোট পাঁচ হাজার ১৯৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে তিন হাজার ৫৮৩ জন। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছে ৬৭ জন।
সরকারি হিসাবে মৌলভীবাজার জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৫৬ জন।