ময়মনসিংহে জমিজমার বিরোধে নারীর মৃত্যু, আটক ৯
ময়মনসিংহ নগরীর রঘুরামপুরে বল্লমের আঘাতে হাসিনা খাতুন (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ রোববার সকালে জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।
এ সময় আরও চারজন আহত হয়েছেন। আহতেরা হলেন, নিহত হাসিনার স্বামী মালেক মিয়া (৪৫), ভাতিজা কাউসার (২০), মা মনোয়ারা বেগম (৫৫) এবং হোসনা বেগম (৩৫)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নয়জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মফিদুল ইসলাম ও তার স্ত্রী, ছেলে মজিবুর রহমান ও তার স্ত্রী রোকিয়া বেগম, হবিবুর ও তার স্ত্রী সাহেদা বেগম, শহিদুল ও অজ্ঞাত পরিচয় আরও দুজন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপতালে পাঠিয়েছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ এসব তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, দীর্ঘদিন ধরে নিহত হাসিনার ভাসুর আব্দুল খালেকের সঙ্গে মফিদুল ইসলাম ও ছেলে মজিবুর রহমানের জমি নিয়ে বিরোধ চলছিল। আজ দুপুরে হঠাৎ মফিদুল ইসলাম ও তার ছেলে মজিবুর রহমান হতাহতদের ওপর হামলা চালায়। এ সময় মজিবুরের বল্লমের আঘাতে হাসিনা নিহত হন।