ময়মনসিংহে বাবা-ছেলে খুনের মামলায় চারজন গ্রেপ্তার
ময়মনসিংহের চুরখাই এলাকায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলে খুনের ঘটনায় ‘মূল হোতা’ কামাল হোসেন ও তার স্ত্রী জাহানারসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। এ ঘটনায় মামলা দায়েরের পর গাজীপুর ও সাভার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহে র্যাব-১৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সন্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মুহিবুল ইসলাম খান।
গ্রেপ্তারকৃতরা হলেন— কামাল হোসেন (৫২), তার স্ত্রী জাহানারা (৪০), নাইম (১৯) ও এক শিশু।
আসামিদের কোতয়ালী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান র্যাব-১৪ এর অধিনায়ক।
এর আগে, বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে আসামিরা আবুল খায়ের (৬০) ও তার ছেলে ফরহাদ হোসেনকে (২০) ধারালো দেশি অস্ত্রের আঘাতে গুরুতর আহত করে। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দু’জন মারা যান। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের ছেলে রিফাত হোসেন আট জনকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।