ময়মনসিংহে যুবলীগকর্মীকে হত্যা
ময়মনসিংহ শহরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শরিফ (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। শহরের চরপাড়া এলাকায় গতকাল বুধবার রাত ১২টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ গতকাল দিবাগত রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ খবর নিশ্চিত করেছেন।
নিহত শরিফ গৌরীপুর উপজেলার টাঙ্গুয়া গ্রামের শহীদ মিয়ার ছেলে। তিনি যুবলীগের কর্মী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, গতকাল বুধবার রাতে শরিফদের বাসার সামনে দুর্বৃত্তরা শরিফকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। ঘটনার পর স্বজনেরা গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শরিফের মৃত্যু হয়।
ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। হত্যাকারী শনাক্তের কাজ চলছে। এখনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এরই মধ্যে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।