ময়মনসিংহে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
নেত্রকোনার দুর্গাপুরে জাহেদ আলী হত্যা মামলার পলাতক আসামি আবুল বাশার বাবুলকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে ময়মনসিংহের ধোবাউড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৪ এর একটি দল।
আজ শুক্রবার সকালে র্যাব-১৪ এর অপারেশন ও মিডিয়া সেলের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আনোয়ার হোসেন জানান, গত ৯ এপ্রিল দুপুরে জাহেদ আলীকে বেগুনক্ষেতে ডেকে নিয়ে গ্রেপ্তার আবুল বাশার বাবুলসহ কয়েকজন মিলে কুপিয়ে হত্যা করে। পরে তারা পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে রেজাউল করিম (২৫) বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তার আবুল বাশার বাবুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।