ময়মনসিংহে ৫ হাজার বয়স্কভাতার কার্ড বিতরণ
ময়মনসিংহে পাঁচ হাজার বয়স্কভাতার কার্ড বিতরণ করা হয়েছে। আজ সকাল ১১টায় অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে এই কার্ড বিতরণ করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু।
মেয়র টিটু বলেন, ‘ময়মনসিংহ সিটি করপোরেশনের দুস্থ ও কম উপার্জনক্ষম বয়স্ক নাগরিকের সামাজিক নিরাপত্তা বিধান, পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধিতে এ বয়স্কভাতার কার্ড প্রধানমন্ত্রীর অনন্য উপহার।’
জানা গেছে, গত অর্থবছরের আগে ময়মনসিংহ সিটি করপোরেশনে সাত হাজার ৭৩০ জন বয়স্কভাতা পেতেন। পরে গত অর্থবছরেই প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দের মাধ্যমে আরও পাঁচ হাজার বয়স্কভাতার কার্ড দেন।
প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক তাহমিনা আক্তার, প্যানেল মেয়র-৩ শামীমা আক্তার, মসিকের সমাজকল্যাণ ও কমিউনিটি সেন্টারবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকারসহ অন্য কাউন্সিলররা বক্তব্য দেন।
স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা শিউলী হরি এবং অনুষ্ঠান উপস্থাপনা করেন সমাজকল্যাণ কর্মকর্তা উম্মে হালিমা।