যশোরের চৌগাছায় ইউপি সদস্যকে ছুরিকাঘাতে হত্যা
যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ঠান্ডু বিশ্বাসকে (৫০) ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ঠান্ডু বিশ্বাস পাতিবিলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার রাত ৮টার দিকে পাতিবিলা বাজারে বসে ছিলেন ঠান্ডু বিশ্বাস। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত সেখানে হাজির হয়ে ঠান্ডু বিশ্বাসকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন ঠান্ডু বিশ্বাসকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই রাত ৮টা ৫০ মিনিটে মারা যান ঠান্ডু বিশ্বাস।
ঠান্ডু বিশ্বাসের ছেলে টিংকু বিশ্বাস বলেন, ‘সোমবার সন্ধ্যা থেকেই বাবা পাতিবিলা বাজারে একটি চায়ের দোকানে বসে ছিলেন। সেখানেই সন্ত্রাসীরা তাঁকে ছুরিকাঘাত করে।’
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘বাজারে চায়ের দোকানে বসে তর্কাতর্কির একপর্যায়ে ছুরিকাঘাতে ঠান্ডু বিশ্বাস নিহত হন। হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’