যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমানসহ তিনজন নিহত হয়েছেন। নিহত অপর দুইজনের মধ্যে মনজেল মজুমদার বসুন্দিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির অর্থবিষয়ক সহসম্পাদক এবং রনজিত সরকার (৫০) একজন কৃষক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলা বাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিএনপিনেতা সাইফুর রহমান (৬০) ও মনজেল মজুমদার (৫০) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তাদের মৃত্যু হয়।
নওয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, নিহত দুজনের বাড়ি যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ঘুনী গ্রামে। এদিকে সকালে যশোর-মাগুরা সড়কের ভাটার আমতলা নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় রনজিৎ সরকার নামে এক বাইসাইকেলআরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. জসীমউদ্দীন তাকে মৃত ঘোষণা করেন।
বারবাজার হাইওয়ে পুলিশের এসআই জামান জানান, বাসটি মাগুরা পুলিশ আটক করেছে। নিহত জসীমউদ্দীনের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলা সাজিয়ালী গ্রামে।