যাত্রীবাহী বাসে গণডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সোনাতলা এলাকায় ঢাকাগামী তিনটি যাত্রীবাহী বাসসহ কয়েকটি পরিবহণে ডাকাতির ঘটনায় জড়িত চার ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জিয়াউর রহমান বলেন, ‘গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি ভোলাহাট উপজেলার বড়গাছি এলাকায়। গ্রেপ্তার হওয়া ওই চারজনের মধ্যে আনোয়ার হোসেনকে ডাকাতির শিকার যাত্রীবাহী এক বাসের হেলপার শনাক্ত করেছেন। অন্য তিনজন সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।’
অধিনায়ক জিয়া বলেন, ‘গ্রেপ্তারকৃতরা হলেন ভোলাহাটের বড়গাছির আনোয়ার হোসেন (৩০), লাল্টু মিয়া (৩৪), আব্দুল জাব্বার (২২) ও মোখলেসুর রহমান (৪৮)। ডাকাতির ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
গত সোমবার দিবগাত রাতে সোনাতলা এলাকায় তিনটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। এতে ডাকাতরা যাত্রীদের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে।