যুবলীগনেতাকে চতুর্থ দফা গুলি, হাসপাতালে ভর্তি
খুলনা শহরে জেল থেকে মুক্তি পাওয়ার আড়াই মাসের মাথায় ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান শাওনের ওপর ৪র্থ দফা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় রায়েরমহল আইজার মোড়ে এই ঘটনা ঘটে।
যুবলীগনেতা সাইদুর রহমান শাওন দৌড়ে পালানোর চেষ্টাকালে কয়েকটি গুলি তাঁর উরুতে বিদ্ধ হয়ে এফোড় ওফোড় হয়ে যায়। সাইদুর রহমান শাওনের দাদা, বাবা, চাচাসহ একই পরিবারের সাত সদস্য গুলিতে নিহত হন।
এই বিষয় নিয়ে এনটিভির ক্রাইম ওয়াচে ৩৬৩ পর্বে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারে খুলনাজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইদুর রহমান শাওন জানান, সন্ধ্যার কিছু আগে তিনি বাসা হতে বের হয়ে আইজা মোড়ে গিয়ে বসেন। এই সময় হেলমেট এবং মুখে মাস্ক পুরিহিত ছয়-সাত যুবক অস্ত্র বের করলে তিনি দৌড় দেন। এই সময় পেছন থেকে ৮ থেকে ১০টি গুলি করে তারা।
গত বছর বয়রা কলেজ গেটে একইভাবে শাওনের উপর গুলি বর্ষণ করলে ঘটনাস্থলে উপস্থিত এক ট্রাফিক পুলিশ সন্ত্রাসীদের আটক করেন। এ বছর সেই ট্রাফিক পুলিশ প্রধানমন্ত্রীর পদক লাভ করেন।
এলাকার অধিপত্য জমি-জমার মূল্যবৃদ্ধি কারণে ধারাবাহিকভাবে রায়েরমহল এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।