রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি
রংপুরের বদরগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জ্বালানি তেল, পরিবহণ ভাড়াসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং বিএনপির শান্তিপূর্ণ মিছিল-সমাবেশে দলের নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলা বিএনপির ব্যানারে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে বদরগঞ্জ উপজেলার লোহানিপাড়া ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ করেন নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি পরিতোষ চক্রবর্তী, বদরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি উত্তম কুমার সাহা, বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারী প্রভাষক আজিজুল হক, বদরগঞ্জ উপজেলার বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মোকছেদুল হক, অ্যাডভোকেট গোলাম রসুল বকুল, বদরগঞ্জ পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি কালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সামসুল হক প্রমুখ।