‘রমজান উপলক্ষ্যে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য পাবে ১ কোটি মানুষ’
আসন্ন রমজান মাস উপলক্ষ্যে টিসিবির মাধ্যমে সরকার নিম্নআয়ের এক কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে ছয়টি পণ্য দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সচিবালয়ে আজ রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
এ সময় বাণিজ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও পণ্য পরিবহণে দাম বেড়ে যাওয়ায় দেশেও তা সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, তাই তেলের দাম না বাড়িয়ে উপায় ছিল না। আমদানিকারকেরা আমদানি না করলে আরও সমস্যা হবে।
বাণিজ্যমন্ত্রী আরও জানান, আসন্ন রমজানে টিসিবির মাধ্যমে ভর্তুকি দিয়ে নিম্নআয়ের এক কোটি মানুষকে তেল, চাল, খেজুরসহ ছয় ধরনের পণ্য সাশ্রয়ী দামে দেওয়া হবে।
টিপু মুনশি আরও জানান, বর্তমানে ৪০০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। এর সঙ্গে রমজানে টিসিবির মাধ্যমে এক কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে ছয়টি পণ্য দেওয়া হবে। এক মাসে দুবার এসব পণ্য দেওয়া হবে।