রাঙামাটিতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
রাঙামাটির কাপ্তাই উপজেলায় এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবলীগ নেতা উসুই প্রু মারমা আচোস (৩০) একই উপজেলার চিৎমরম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ছিলেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত এই যুবলীগ নেতার পাঁচ বছর বয়সী এক সন্তান রয়েছে।
কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন জানিয়েছেন, বুধবার মধ্যরাতের দিকে চিৎমরম ইউনিয়নের হেডম্যানপাড়া এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী উসুই প্রু মারমাকে ঘুম থেকে তুলে তাঁর বাসা থেকে ডেকে বের করে নেয় এবং কিছুদূর নিয়ে গুলি করে হত্যা করে চলে যায়।
কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি নাসির উদ্দিন এই হত্যাকাণ্ডের জন্য পাহাড়ে অবৈধ অস্ত্রধারী আঞ্চলিক দলগুলোর সন্ত্রাসীদের দায়ী করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নাসির উদ্দিন আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে যেসব পাহাড়ি জাতীয় রাজনীতির সঙ্গে জড়িত, তাদের ওপর আঞ্চলিক দলগুলো আগে থেকেই ক্ষিপ্ত এবং নানা সময়ে উসুই প্রু মারমাকেও হুমকি দিয়েছিলেন তাঁরা। এরই ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে করছেন তিনি।