রাজধানীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর গেণ্ডারিয়ায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং একজন আহত হয়েছেন। আজ সোমবার (৮ মে) ভোরে ধোলাইখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মোটরসাইকেল আরোহী আসবাবপত্র ব্যবসায়ী আবুল খায়ের (৩০) এবং ফার্নিচারের দোকানের কর্মচারী সাব্বির হোসেন (২৬)। তারা যথাক্রমে ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা।
আহত নায়েম (১৭) সামান্য আঘাত পেয়েছিলেন। তাকে কাছাকাছি একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
গেণ্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ভোর সাড়ে ৩টার দিকে দুজন দোকান থেকে বাড়ি ফেরার সময় ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আবুল খায়ের ও সাব্বির হোসেন ঘটনাস্থলেই মারা যান এবং তাদের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।