রাজধানীতে ট্রাক ও খুঁটির মধ্যে পিষ্ট হয়ে শ্রমিক নিহত
রাজধানীর কদমতলীর জুরাইন এলাকায় বালুভর্তি ট্রাক ও বৈদ্যুতিক খুঁটির মধ্যে পিষ্ট হয়ে মো. রাসেল (৩২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। জুরাইন কমিশনার রোডের শেষ মাথায় গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) ইমরুল হাসান এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
রাসেলের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলায়। তাঁর বাবার নাম মো. আবুল হোসেন।
এসআই ইমরুল হাসান বলেন, ‘বালুভর্তি ট্রাকটি আনলোড করার জন্য একটি স্থানে রাখার চেষ্টা করছিলেন চালক। তিনি পেছনে তাকাতে তাকাতে ট্রাক পেছাচ্ছিলেন। চালকের ঠিক বাঁ-পাশে ট্রাক ধরে ঝুলে ছিলেন রাসেল। ট্রাকের বাঁ-পাশে একটি বৈদ্যুতিক খুঁটি ছিল। ট্রাকটি পেছানোর সময় ওই খুঁটি আর ট্রাকের মধ্যে চাপা পড়ে পিষ্ট হন রাসেল। পরে দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
ইমরুল হাসান বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা হবে কিনা, তা এখনও ঠিক হয়নি। নিহতের পরিবার থানায় এলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’