রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত
রাজধানী শেরেবাংলা নগর থানার পশ্চিম আগারগাঁও পানির ট্যাংকির মোড়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। নিহতরা হলেন—মোহাম্মদ রোকন (৩২) ও শাহাদাত হোসেন (২৩)।
বাচ্চু মিয়া জানান, ভবন থেকে পড়ার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতদের সহকর্মী কবির হোসেনের বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন, ‘নিহতরা অ্যাসুরেন্স ডেভেলপার কোম্পানির নির্মাণাধীন ভবনে কাজ করতেন। সেখান থেকে তারা নিচে পড়ে যান। দুজনই রাজমিস্ত্রি ছিলেন। তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানায়। মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।