রাজধানীর রায়েরবাজারে ট্রাকের ধাক্কায় ভ্যান আরোহী নিহত
রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের এক নম্বর গেটের সামনে ট্রাকের ধাক্কায় রাব্বি (২২) নামে এক ভ্যান আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক ওয়াহিদ মিয়া আহত হয়েছেন।
আজ রোববার (৮ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন।
বাচ্চু মিয়া জানান, গুরুতর আহত অবস্থায় রাব্বিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভ্যানচালক ওয়াহিদ মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
আহত ভ্যানচালক ওয়াহিদ মিয়া গণমাধ্যমকে বলেন, ‘সকালে মুরগি নিয়ে যাওয়ার সময় মোহাম্মদপুরের বুদ্ধিজীবী কবরস্থানের এক নম্বর গেটের সামনে পৌঁছালে একটি ট্রাক আমার ভ্যানকে ধাক্কা দেয়। ভ্যানে থাকা রাব্বি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। রাব্বি নরসিংদী জেলার রায়পুরা থানার তলাতুলী গ্রামের জয়নালের সন্তান। তিনি একটি দোকানের কর্মচারী ছিলেন।