রাজশাহীতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা
মাদক ব্যবসায় বিরোধের জের ধরে রাজশাহীর চারঘাটে সাহাবাজ উদ্দিন নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চাতারপুর কারিগরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সাহাবাজ (৫০) ওই এলাকার আক্কাসের মোড়ের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে দেশি অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সাহাবাজকে ফেলে রেখে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম এসব তথ্য জানিয়ে বলেন, ‘অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’