লঞ্চ চলাচল ফের বন্ধ
শ্রমিকদের কাজে ফেরাতে অল্প সময়ের জন্য লঞ্চ চলাচল চালু করার পর তা আবার বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, ‘কারখানার শ্রমিকদের ফিরিয়ে আনতে লঞ্চ চালু করা হয়েছিল। পরে আজ দুপুর ১২টা থেকে তা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে, বিভিন্ন গন্তব্য থেকে যেসব লঞ্চ এরই মধ্যে সদরঘাটের উদ্দেশে রওয়ানা দিয়েছে, সেগুলো ভিড়তে পারবে।’
এদিকে, কঠোর বিধিনিষেধের মধ্যে গতকাল রোববার থেকে রপ্তানিমুখী শিল্প-কারখানা খুলে দিয়েছে সরকার। কারখানা খুলে দেওয়ার ঘোষণার পর রাস্তায় গত শনিবার ঢাকামুখী মানুষের ঢল নামে। গণপরিবহণ বন্ধ থাকায় ঈদে বাড়ি গিয়ে কঠোর বিধিনিষেধে আটকেপড়া শ্রমিকেরা কাজে যোগ দিতে সীমাহীন দুর্ভোগ সয়ে কর্মস্থলে ফিরতে থাকেন।
এর মধ্যে ৩১ জুলাই রাতে সরকার ঘোষণা দেয় শ্রমিকদের কর্মস্থলে ফেরাতে রোববার দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহণ চলবে। পরে ওই সময়সীমা সোমবার সকাল পর্যন্ত বাড়ানো হয়।