২ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌরুটে লঞ্চ-স্পিডবোট চলাচল শুরু
দুই ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ নৌরুটে আবারও লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়।
এর আগে বৈরী আবহাওয়ার কারণে বাতাসের গতিবেগ বৃদ্ধি পাওয়ায় এবং পদ্মা নদীতে ঢেউ-এর কারণে সকাল ৯টার দিকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক (নৌ-নিট্রা) এবং শিমুলিয়া নদী বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, সকালে ঢাকার কেরানীগঞ্জ, দোহার ও নারিশা অংশে কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়া বয়ে যায়। এজন্য শিমুলিয়ার দিকে এই প্রতিকূল আবহাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি অভ্যন্তরীণ নৌপথে পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
তবে, আবহাওয়া আগের চেয়ে স্বাভাবিক হওয়ায় বেলা ১১টার দিকে আবারও লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র এ কর্মকর্তা।