লরিচাপায় বাইসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত
দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় জ্বালানি তেলবাহী লরিচাপায় বাইসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছে। নিহত দুই কলেজছাত্র হলেন মামুনুর রশীদ শাওন (২১) ও মো. ইমন (২০)।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ভাইয়ারদীঘি এলাকায় আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত মামুনুর রশীদ শাওন কচুয়াই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউনুসের ছেলে। ইমন একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীরের ছেলে। নিহত মামুনুর রশীদ শাওন বিজিসি ট্রাস্ট কলেজ এবং ইমন লোহাগাড়ার মোস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজের ছাত্র। তারা দুজন বন্ধু ও এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগামী একটি লরি সাইকেল আরোহী দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম আরও বলেন, তেলবাহী একটি লরি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। এ সময় ওই দুই তরুণ পাশের কচুয়াই গ্রাম থেকে সাইকেল চালিয়ে পটিয়া বাইপাস সড়ক পার হয়ে উপজেলা সদরের দিকে আসছিলেন। পথে ভাইয়ারদীঘি এলাকার মহাসড়কে তাদের তেলবাহী লরিটি চাপা দেয়। এ সময় দুজন সাইকেল থেকে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তারা মারা যান।