লোহাগাড়ায় মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ, পরিবার বলছে হত্যাকাণ্ড
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শরমিন আক্তার (১৩) নামের এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার পুটিবিলা ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে গতকাল শনিবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়। এটি হত্যাকাণ্ড বলে দাবি করছে পরিবার।
শরমিন আক্তার নয়াপাড়া এলাকার খুলু মিয়ার মেয়ে। সে পুটিবিলা গৌড়স্থান আখতারুল উলুম দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. পেয়ারু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশকে খবর দিই। ওই কিশোরীর বাবা খুলু মিয়ার সঙ্গে জায়গা-জমি নিয়ে বিরোধ আছে। এটি আত্মহত্যা নয়, একটি পরিকল্পিত হত্যা হতে পারে।
এদিকে, কিশোরীর ঝুলন্ত লাশ দেখতে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। হত্যা নাকি আত্মহত্যা এটি নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকের হোসাইন মাহমুদ জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের পর জানা যাবে।