শবে কদরে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে ২ যুবকের প্রাণহানি
ফরিদপুরে পিকআপভ্যান, যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। নিহত দুই যুবক শবে কদরে এশা ও তারাবীহ নামাজ পড়ে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে ফরিদপুর-ঢাকা মহাসড়কের কোমরপুরে মুসলিম মিশনের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—ফরিদপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের আব্দুর রহমান মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম (২৮) ও একই এলাকার ইলিয়াস মোল্যার ছেলে রায়হান মোল্যা (২৯)।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা জানান, নিহতরা সম্পর্কে তার ভাতিজা ও নাতি হয়। তারা রাতে এশা ও তারাবিহ নামাজ পড়ে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল। এ সময় দুর্ঘটনার কবলে পড়ে। এতে নজরুলের ঘটনাস্থলে এবং ঢাকা নেওয়ার পথে রায়হানের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে স্থানীয়রা এবং পরে হাইওয়ে পুলিশ পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে। দুর্ঘটনা কবলিত সিএনজির দুই যাত্রীর অবস্থাও গুরুতর।’