শরণখোলায় সেনাবাহিনীর ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাগেরহাটের শরণখোলা উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের সাত পদাতিক ডিভিশনের ২৮ ব্রিগেডের ৪৩ বীর ও বরিশাল সিএমএইচ-এর সহযোগিতায় ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
৪৩ বীরের কোম্পানি অধিনায়ক ক্যাপ্টেন শাকিল আহম্মেদ জানান, বরিশাল সিএমএইচের চিকিৎসক মেজর রুবিনা ইয়াসমীন এবং ক্যাপ্টেন হাবিবুর রহমান অসহায় ও দরিদ্র রোগীদের ফ্রি চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র দেন।
ক্যাম্প চলাকালে সিএমএইচ বরিশালের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এসএম বেলাল উদ্দিন, শরণখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন।
এর আগে সেনাবাহিনীর সদস্যরা বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগকে কোভিড-১৯ প্রতিরোধে চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম তুলে দেয়। সেনাবাহিনীর পক্ষ থেকে বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমানের কাছে ৪০টি বিপি মেশিন ও স্টেথোস্কোপ, ২৭টি লেবুলাইজার, ৪০টি পালস অক্সিমিটার, ১৩টি ডায়াগনস্টিক সেট, ২০টি ওজন মাপা মেশিন, ২৮টি টর্চ লাইট ও ২৭টি থার্মোমিটার দেওয়া হয়।