শিবচরে দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীকে এক লাখ টাকা করে জরিমানা
মাদারীপুরের শিবচর উপজেলার নিলখীতে আসন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ঘিরে প্রচার চলাকালে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই চেয়ারম্যান প্রার্থীকে এক লাখ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একই অভিযোগে দুজনকে সাত দিন করে কারাদণ্ডাদেশসহ ১৩ জনকে জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে তাঁদের এই জেল-জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আগামী ২১ জুন প্রথম দফায় শিবচরের ১৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রচার চলছে। পরিবেশ সুশৃঙ্খল রাখতে নির্বাচনি এলাকাগুলোতে চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতগুলো। এ সময় আচরণবিধি ভঙ্গ করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে উপজেলার নিলখী ইউপি নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থী মিজান শিকদার ও ওয়াসিম মাদবরকে এক লাখ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আচরণবিধি না মানায় নিলখীতে মো. জুলহাস মোল্লা ও নিজাম হাওলাদার নামের আরও দুজনকে সাত দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া কুতুবপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম সিকদারের সমর্থক মো. চানমিয়াকে ১০ হাজার টাকা, দত্তপাড়ার চেয়ারম্যান প্রার্থী মো. মহসিন মিয়ার সমর্থক মো. মিশুরিকে ১০ হাজার টাকা ও কাদিরপুরের চেয়ারম্যান প্রার্থী শাহ আলম তালুকদারের সমর্থক আবুল কালামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া মাদবরচরে রুকন সিকদারকে ২০ হাজার টাকা, দেলোয়ার হোসেনকে ১০ হাজার টাকা, পাচ্চরের মো. আসাদুজ্জামানকে ২০ হাজার টাকা, নিলখীর মো. জসিম উকিলকে ১০ হাজার টাকা, দত্তপাড়ার নুরুল ইসলামকে এক হাজার টাকা, জামাল মাদবরকে দুই হাজার টাকা ও মো. মাসুদকে দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, ‘সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে নির্বাচনি এলাকাগুলোতে চারজন ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন করায় এই জেল-জরিমানা করা হয়েছে।’