শুদ্ধি অভিযানকে স্বাগত জানাতে পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
সুনামগঞ্জের ছাতক উপজেলায় একই সময়ে আওয়ামী লীগের দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ধারা জারি থাকবে বলে জানানো হয়।
সরকারের চলমান শুদ্ধি অভিযানকে স্বাগত জানাতে শহরের একই স্থানে একই সময় আওয়ামী লীগের দুপক্ষের সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা দেওয়ায় উপজেলা প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, সরকারের চলমান দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে ছাতক পৌরশহরে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে আজ দুপুর ২টায় সমাবেশ ও গণমিছিল কর্মসূচির ঘোষণা দিয়ে প্রচারণা চালাচ্ছেন দলের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর পক্ষের নেতাকর্মীরা। একইভাবে স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মহিবুর রহমান মানিকের পক্ষের নেতাকর্মীরা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে একই সময় একই কর্মসূচি ঘোষণা করে প্রচারণা চালাচ্ছেন। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম কবির বলেন, ‘ছাতক শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও পাশের স্থানে একই সময় দুটি পক্ষ কর্মসূচি ঘোষণা করেছে। তাই শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। বিষয়টি মাইকিং করে সবাইকে জানানো হয়েছে।’