সন্দ্বীপের ১০ ইউপিতে আ.লীগ, দুটিতে স্বতন্ত্র বিজয়ী
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ১০টিতে আওয়ামী লীগের প্রার্থী এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের চার জন চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা এম এ কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজয়ী আওয়ামী লীগের প্রার্থীরা হলেন—মাইটভাঙ্গা ইউপির মো. মিজানুর রহমান মিজান, মুছাপুর ইউপির আবুল খায়ের নাদিম, রহমতপুর ইউপির ফরিদুল মাওলা কিশোর, হরিশপুর ইউপির আবুল কাসেম মোল্লা, গাছুয়া ইউপির আবু হেনা, সন্তোষপুর ইউপির মহিউদ্দীন জাফর।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের যে চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন তারা হলেন—বাউরিয়া ইউপির মো. জিল্লুর রহমান, সারিকাইত ইউপির ফখরুল ইসলাম পনির, মগধরা ইউপির এস এম আনোয়ার হোসেন ও হারামিয়া ইউপির মো. জসিম উদ্দীন।
বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন—আজিমপুর ইউপির রকি ও আমানউল্লাহ ইউপির সাইফুল ইসলাম।