সরকারি গাছ চুরি করতে গিয়ে ডালের চাপায় একজনের মৃত্যু, আটক ৫
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সরকারি গাছ চুরি করতে গিয়ে কেটে ফেলা ডালের নিচে চাপা পড়ে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ শফিকুলের পাঁচ সহযোগীকে আটক করেছে।
মৃত শফিকুল ইসলাম (৩৯) উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের মো.আলেফ উদ্দীনের ছেলে।
আটকৃতরা হলেন ঈশ্বরপুর গ্রামের বাবু মিয়া, সবুজ মিয়া, গোলাম মোস্তফা, সোহেল ও মাসুদ পারভেজ। পলাতক রয়েছে আরও বেশ কয়েকজন।
আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ শফিকুলের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান জানান, গতকাল বুধবার দিনগত রাতে শফিকুল ইসলাম তার সহযোগীদের সঙ্গে নিজ গ্রামের রাস্তার ধারের সরকারি গাছ চুরি করে কাটতে যান। এ সময় কাটা একটি ডালের নিচে চাপা পড়েন শফিকুল। রাতেই তাকে তার সহযোগীরা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্য চিকিৎসক সাদিয়া কাশেম শাফা তাকে মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে শফিকুলের লাশ পুলিশ তাদের হেফাজতে নেয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে বলে জানা ওসি।