সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের
দেশমাতৃকার যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সেনাসদস্যদের সদাপ্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার সকালে সাভার সেনানিবাসে সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশ, সিএমপির বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই নির্দেশনা দেন তিনি।
শফিউদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশের সেনাবাহিনীকে একটি আধুনিক সেনাবাহিনী হিসেবে গড়ে তুলতে ‘ফোর্সেস গোল ২০৩০’ বাস্তবায়নে উর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পারিক বিশ্বাস, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে সুশৃংখল, দক্ষ ও যোগ্য সেনাসদস্য হিসেবে গড়ে ওঠার বিষয়ে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”
এ সময় সেনাপ্রধান মহান মুক্তিযুদ্ধে সিএমপির ১৭ জন শহীদ বীর মুক্তিযোদ্ধার স্মৃতির স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরে সেনাপ্রধান সেখানে একটি গাছের চারা রোপণ করেন।
এর আগে সেনাপ্রধান সিএমপি সেন্টারে প্রয়াত প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রমের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানকার অডিটোরিয়ামের নামফলক উন্মোচন করেন।
এ সময় আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (অ্যার্টডক) জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান, সেনাসদরের অ্যাডজুট্যান্ট জেনারেলের মেজর জেনারেল শাকিল আহমেদ, নাইন পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, সিএমপি সেন্টারের কমান্ডেন্ট জেনারেল খালেদ শামসসহ সেনাসদর, আর্মি ট্রেনিং অ্যান্ড কমান্ড এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।