সহকারী শিক্ষক প্যানেলের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
২০১৪ সালে সরকারের দেওয়া প্যানেলের মাধ্যমে উত্তীর্ণ বঞ্চিত সহকারী শিক্ষকেরা পুনরায় প্যানেলের মাধ্যমে নিয়োগের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যানেল প্রত্যাশীদের আয়োজনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যানেল প্রত্যাশীদের জেলা আহ্বায়ক সুলতানা বেগম, সাধারণ সম্পাদক মো. হাসান আলী, যুগ্ম সম্পাদক ও ছাত্রলীগ নেতা মিন্টু চৌধুরী, শ্রাবণী চৌধুরী, তামান্না আক্তার প্রমুখ। আরো উপস্থিত ছিলেন ফাহিমা আক্তার, সাব্বির আহমেদ, আঁখি আচার্য্য, সুমি আক্তার, মৌসুমী আচার্য্য, আছিয়া আক্তার, সবুজ মিয়া প্রমুখ।
বঞ্চিত শিক্ষকরা জানান, ২০১৪ সালে প্যানেলের মাধ্যমে প্রাথমিক সহকারী শিক্ষক পদে তাঁদের নিয়োগ হয়েছিল। কিন্তু ২০১৮ সালে আদালতের মাধ্যমে প্যানেল বাতিল হলে তাঁরা আর চাকরিতে যেতে পারেননি। ফলে চাকরিহীন হয়ে দেশের হাজারও শিক্ষক এখন বেকার হয়ে আছেন। তাই তাঁরা সরকারের কাছে আবেদন জানান, শিক্ষকদের মানবিক দিক বিবেচনা করে প্যানেলের মাধ্যমে বঞ্চিত প্রাথমিক বিদ্যালয়ের অসহায় শিক্ষকদের নিয়োগের জন্য।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।