সাতকানিয়ায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি
সাতকানিয়ায় প্রকাশ্যে এক সাংবাদিকের ওপর গুলি চালিয়ে। এসময়ে আরও এক শিশু আহত হয়েছে। আজ রোববার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার এওচিয়ার ৯ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
আহত সাংবাদিকর নাম কামরুল ইসলাম (৫০)। তিনি এওচিয়ার গাটিয়াডেঙ্গার মৃত এম এ হাসানের ছেলে। দৈনিক দি ডেইলি ইভেনিং নিউজের চট্টগ্রাম ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করে আসছেন কামরুল।
আহত শিশুর নাম রাফি রাইয়ান (৫)। তার বাবার নাম আব্দুর রহিম।
তাদের দুজনকেই প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছির আরাফাত ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপরাধীদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে। আমরা কোনো অস্ত্রধারীকে ছাড় দেব না। সাংবাদিক কামরুলকে যে বা যারাই হামলা করুক না কেন—সবাইকে গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে আমরা মাঠে নেমেছি।’
স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার মাটিকাটা, বালুকাটা ও মাদকের বিরুদ্ধে লেখালেখি করায় একটি মহল তাঁর বিরুদ্ধে লেগে আছে। সর্বশেষ ঈদের ছুটিতে অফিস শেষে তিনি বাড়িতে এলে দুর্বৃত্তরা এই হামলা চালায়।