সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি শুরু
অবিভক্ত ঢাকার সাবেক মেয়ের, সাবেক মন্ত্রী, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও গেরিলা মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী আগামী ৪ নভেম্বর। এ উপলক্ষে আজ শুক্রবার থেকে আট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচি চলবে ৬ নভেম্বর পর্যন্ত।
আজ বাদ জুমা মসজিদে মসজিদে মরহুম সাদেক হোসেন খোকার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শুরু হয় বলে বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রথম দিনে বিভিন্ন মসজিদে দোয়ায় মুসল্লিদের সঙ্গে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় বংশাল থানা বিএনপির উদ্যোগে বংশাল থানা বিএনপির কার্যালয়ে সাদেক হোসেন খোকার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
২ নভেম্বর, সোমবার থেকে দুই দিনব্যাপী জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার কর্মময় জীবনভিত্তিক প্রামাণ্য ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
৩ নভেম্বর, মঙ্গলবার সাদেক হোসেন খোকার কর্মময় জীবনের ওপর সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন ভার্চুয়াল আলোচনার আয়োজন করেছে।
৪ নভেম্বর, বুধবার প্রথম মৃত্যুবার্ষিকীর দিন সকাল ১১টায় জুরাইন কবরস্থানে কোরআন খতম, ফাতেহা পাঠ, পুষ্পমাল্য অর্পণ ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এদিন মহানগরব্যাপী মসজিদে মসজিদে বিশেষ দোয়াও অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবারের উদ্যোগে ৪ নভেম্বর বাদ আসর ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।
৫ নভেম্বর, বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং ৬ নভেম্বর-শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপি পৃথক পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিল কর্মসূচির আয়োজন করবে। এর মধ্যে ৫ নভেম্বর ফরিদাবাদ মাদ্রাসা এবং ৬ নভেম্বর মশুরীখোলা শাহ সাহেব বাড়ী মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ৩১ অক্টোবর থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মরহুম সাদেক হোসেন খোকার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপিসহ বিভিন্ন সংগঠন এরইমধ্যে পোস্টার প্রকাশ করেছে।