সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহবাগ থানা বিএনপির মিলাদ
অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে শাহবাগ থানা বিএনপি।
আজ সোমবার বিকেলে হাইকোর্ট মাজার মসজিদে এর আয়োজন করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার রুহের মাগফিরাত চেয়ে পবিত্র কোরআন খতম ও দোয়া করা হয়। এ উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে বিএনপিনেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি মকবুল ইসলাম টিপু, শাহবাগ থানা বিএনপির সহসভাপতি শাহজাহান খান, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ হোসেন নোয়াব, জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম, শাহবাগ থানা যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন তপনসহ শাহবাগ থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেওয়া কর্মসূচি গত ৩০ অক্টোবর থেকে শুরু হয়েছে, যা চলবে ১০ নভেম্বর পর্যন্ত।
সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী পালন কমিটির উদ্যোগে গত ২ নভেম্বর থেকে ৩ নভেম্বর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে খোকার কর্মময় জীবনের ওপর প্রামাণ্য ও আলোক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
এ ছাড়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মরহুম সাদেক হোসেন খোকার রুহের মাগফিরাত চেয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন অব্যাহত রয়েছে।