সাবেক পৌর চেয়ারম্যানের ছেলের গুলিতে মা নিহত
দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় সাবেক পৌর চেয়ারম্যান বাবা মৃত্যুর পর মাস না পেরোতেই সম্পত্তির ভাগ নিয়ে কথা কাটাকাটির জেরে ছেলের গুলিতে মা জেসমিন আক্তার (৫৫) খুন হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পৌর সদরের ৫নং ওয়ার্ডের ঈদুল মল্লপাড়া এলাকায় নিজ ঘরে এ ঘটনা ঘটে।
সদ্যপ্রয়াত সামশুল আলম মাস্টার সাবেক পৌর চেয়ারম্যান ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ছিলেন। এ ঘটনার পর থেকে ছেলে মাইনুদ্দীন মোহাম্মদ মাঈনু পলাতক রয়েছেন।
জানা যায়, ঘটনার পর মেয়ে নিপা জেসমিন আক্তারকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। ঘটনার পর পরই ঘাতক ছেলে পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে ঘর তল্লাশি করে ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ঘাতক ছেলেকে পাওয়া যায়নি। ঘর তল্লাশি করে ১০ রাউন্ড কার্তুজ জব্দ করি। ঘাতক ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।