সাভারে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা
সাভারে সোহেল মিয়া নামের (৩০) এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সাভারের রাজাশন এলাকায় আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আজ সকালে পৌর এলাকার মধ্যে রাজাশন নামক স্থানে সোহেল মিয়া নামের ওই অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, ‘অটোরিকশা চালক হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।’