সাভারে পোশাকশ্রমিককে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
ঢাকার সাভারে শারমিন খাতুন নামের (২৫) এক পোশাকশ্রমিককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী সুজন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ভোরের দিকে পুলিশ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করে।
নিহত শারমিন খাতুনের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার বাহের কুশিয়া গ্রামে। স্বামীসহ সাভারের রাজফুলবাড়িয়ার ভাওয়ালীয়াপাড়া এলাকায় ভাড়া থেকে স্থানীয় গার্মেন্টেসে চাকরি করতেন তিনি।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, গতকাল সোমবার রাতে নেশার টাকা না পেয়ে স্ত্রী শারমিনকে শ্বাসরোধ করে হত্যা করেন সুজন। পরে মৃত অবস্থায় স্ত্রীকে একটি অটোরিকশা করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শারমিনকে মৃত্যু ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ ওই পোশাকশ্রমিকের লাশ উদ্ধার এবং মাদকাসক্ত স্বামী সুজন মিয়াকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম আরো জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে।