সিংড়ায় সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের উদ্বোধন
করোনা রোগীদের হাইফ্লো অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের আওতায় আনা হয়েছে। আজ বুধবার ঢাকার নিজ বাসভবন থেকে এক ভাচুর্য়াল সভার মাধ্যমে এ সিস্টেমের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আগামী রোববার থেকে এ সুবিধা কার্যকর হবে বলে জানান প্রতিমন্ত্রী। ৫০ শয্যার সিংড়া হাসপাতালে আটটি কোভিড বেড এ সুবিধার আওতায় আসবে।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, নাটোরের জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।