সুনামগঞ্জে কালবৈশাখীতে অর্ধশতাধিক ঘরবাড়িঘর বিধ্বস্ত
বছরের প্রথম কালবৈশাখীতে সুনামগঞ্জ শহর ও আশেপাশের কয়েকটি স্থানের অর্ধশতাধিক কাঁচা আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ের সময় উড়ে গেছে কয়েকটি টিনের চাল এবং গাছপালা উপড়ে পড়েছে।
আজ শনিবার বিকেল ৫টার দিকে আকস্মিক ঝড়ে সুনামগঞ্জ শহরের তেঘড়িয়া, বড়পাড়া নবীনগর ও ওয়েজখালী এলাকার অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বেশিরভাগ বাড়ির টিনের চাল উড়ে গেছে। এ সময় গাছপালা উপড়ে পড়েছে।
একদিকে করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি মানুষ খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে অন্যদিকে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় ওইসব মানুষ বিপাকে পড়েছেন।
এদিকে একইভাবে জেলার আরো কয়েকটি উপজেলায় কালবৈশাখীতে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাহিরপুর, দক্ষিণ সুনামগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলার কয়েকটি গ্রামের ঘরবাড়ি ও গাছপালা উপড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে সব আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের পক্ষ থেকে তিন বান্ডিল টিন ও নয় হাজার টাকা দেওয়া হবে। সেই সঙ্গে যেহেতু ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে তাদেরকে এর আওতায় নিয়ে এসে ত্রাণ সহায়তা দেওয়া হবে।
জেলা প্রশাসক মো. আবদুল আহাদ বলেন, ‘আমরা খোঁজ-খবর নিচ্ছি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের তিন বান্ডিল ঢেউটিন ও নয় হাজার টাকা দেওয়া হবে। আর সরকারের দেওয়া ত্রাণ তৎপরতা অব্যাহত আছে। আমরা প্রত্যেক পরিবারকে এর আওতায় নিয়ে আসব।’