সুনামগঞ্জে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় দাম্পত্য কলহের জের ধরে জালাল উদ্দিন (২২) নামের এক ব্যক্তি তাঁর স্ত্রী সামিয়া আক্তারকে (১৯) গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় জালাল উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামের লোকজন। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার ভীমখালী ইউনিয়নের ফেকুল মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সামিয়া আক্তার ফেকুল মাহমুদপুর গ্রামের প্রবাসী গোলাম জিলানীর মেয়ে। অন্যদিকে, জালাল উদ্দিনের বাড়ি সুনামগঞ্জর সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইচ্ছারচর গ্রামে।
পুলিশ ও সামিয়ার পরিবার সূত্রে জানা গেছে, গত মার্চ মাসে সামিয়া আক্তারের সঙ্গে বিয়ে হয় জালাল উদ্দিনের। সামিয়ার বাবা প্রবাসী হওয়ায় যৌতুকের জন্য প্রায়ই স্ত্রীকে মারধর করতেন জালাল। এ নিয়ে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। নির্যাতন সইতে না পেরে মাসখানেক আগে বাবার বাড়ি চলে যান সামিয়া। এর মধ্যে গতকাল শুক্রবার স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি যান জালাল। কিন্তু স্বজনরা জালালের বাবা ও মা ছাড়া সামিয়াকে স্বামীর হাতে তুলে দেবেন না বলে জানালে ক্ষুব্ধ হন জালাল।
গতকাল রাতেই পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে ঘুমন্ত স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে বাড়ি থেকে পাশের হাওরের দিকে পালানোর চেষ্টা করেন জালাল। এ সময় হাওরে মাছ ধরতে থাকা জেলেরা জালালকে আটক করেন। পরে তাঁকে পুলিশে তুলে দেওয়া হয়।
এর মধ্যে গুরুতর আহত সামিয়াকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তাঁর মাথা, পেট ও হাতে ধারালো দায়ের কোপ রয়েছে বলে জানা গেছে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সামিয়া আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক জালাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। তাঁকে আদালতে সোপর্দ করা হবে।