সুনামগঞ্জে জমিজমা নিয়ে তর্কের জেরে যুবককে হত্যা, আটক ১
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জমিজমা নিয়ে তর্কের জেরে ছুরিকাঘাতে জাহাঙ্গীর হোসেন (২৭) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন। উপজেলার বাজিতপুর গ্রামে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গয়াছ আলী (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত জাহাঙ্গীর হোসেন বাজিতপুর গ্রামের রুপাই মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বাজিতপুর গ্রামের একটি দোকানে বসে জাহাঙ্গীর হোসেন ও গয়াছ আলী নিজেদের জমিজমা নিয়ে বিরোধের বিষয়ে কথা কাটাকাটি করছিলেন। একপর্যায়ে গয়াছ আলী উত্তেজিত হয়ে পেটে ছুরি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন জাহাঙ্গীর। পরে স্বজনরা জাহাঙ্গীরকে সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসেম জানান, তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গয়াছ আলীকে আটক করা হয়েছে।