সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরসহ কয়েকটি পর্যটনকেন্দ্রে ভ্রমণ নিষিদ্ধ
করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ বা নীলাদ্রি লেক, শিমুল বাগান ও বারিক্কার টিলায় ভ্রমণ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। গতকাল বুধবার রাতে জেলা প্রশাসক মো. আবদুল আহাদ এই ঘোষণা দেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসন সূত্র জানায়, করোনার সংক্রমণ যাতে না ছড়ায় এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সুনামগঞ্জ জেলার আকর্ষণীয় স্থানে দেশের বিভিন্ন স্থান থেকে অনেকে ঘুরতে আসেন। কিন্তু বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক না। তাই এসব স্থানে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. আবদুল আহাদ জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এবং করোনা মোকাবিলা করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সুনামগঞ্জের দৃষ্টিনন্দন কয়েকটি স্থানসহ টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, বারিক্কার টিলায় ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।